ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরিবারের সাথে অভিমান করে, মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাজধানীর সবুজবাগে মো. মোরসালিন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। সে মুগদা আইডিয়াল স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
মোরসালিন শরীয়তপুরের সখিপুর উপজেলার খাস গাজীপুর গ্রামের টিটু মোল্লার ছেলে। সে রাজধানীর সবুজবাগে পরিবারের সঙ্গে থাকত।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ৭১ উত্তর বাসাবো নিজ বাসায় মো. মোরসালিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে ওই রাতে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।