ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্রত্যন্ত অঞ্চল তক্ষীরায় পাড়া খাগড়াছড়ির পানছড়ি উপজেলা, ভারত সীমান্ত ঘেঁষে এলাকাটির অবস্থান। আর সেই তক্ষীরায় পাড়ার কৃষক পূর্ণ বিকাশ ত্রিপুরা ও রসারং ত্রিপুরার সন্তান পার্থজয় ত্রিপুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সুযোগ পেয়েছে। ‘ঘ’ ইউনিটে আইন বিভাগে এবং এরি মাঝে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।
জানা যায়, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তার বাড়ি প্রায় সাত কিলোমিটারের অধিক। তাই জীতেন্দ্র পাড়ায় ভাড়া বাসায় থেকে পড়া লেখার পাশাপাশি রান্না-বান্নাও করতে হতো। বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় অষ্টম শ্রেণি পর্যন্ত কুপির নিভু নিভু আলোয় পড়েছে । পরবর্তীতে সোলারের আলোতেই পড়ালেখা করতে হতো । ২০১৯ সালে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে। তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। অবশেষে সেটিও পূর্ণ হয়েছে।
ভবিষ্যতে ভালো ফলাফল করে প্রশাসনিক কর্মকর্তা হয়ে সমাজের কল্যাণে কাজ করার ইচ্ছার কথা জানায় পার্থ। কষ্টের মাঝেও তার ফলাফলে বাবা মা’র মুখে স্বস্তির হাসি তার ভবিষ্যৎ অনুপ্রেরণা।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”