ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ পটুয়াখালীর দুমকিতে এক যুবককে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুমকি থানার এসআই সাকায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের পায়রা সেতু টোল প্লাজার উত্তর পাশের এলাকা থেকে নিয়মিত চেকপোস্ট করা কালীন সময় তাকে আটক করা হয়।
আটক রুবেল সর্দার (২৮) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুসলিমপাড়া গ্রামের রশিদ সর্দারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আবদুস ছালাম জানান আটক রুবেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।