ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ বন্দুক বিক্রি করার সময় কক্সবাজারের মহেশখালীতে পুলিশের জালে আটকা পড়েছেন এক যুবক। ওই যুবক ও তার এক সহযোগী সিএনজিচালিত অটোরিকশা চালানোর আড়ালে অবৈধ বন্দুকের ব্যবসা ও সাগরে দস্যুতা করত বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা হয়েছে স্থানীয়ভাবে প্রস্তুত দুটি নতুন লাইটার গান (এলজি)। মূলত বন্দুক ক্রেতা সেজে পুলিশের পাতানো ফাঁদে ওই যুবক আটকা পড়ে বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া যুবক জাহাঙ্গীর আলম (২৯) কালারমার ছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া গ্রামের মৃত কালা মিয়া ওরফে আবু তাহেরের ছেলে।
মহেশখালী থানার ওসি জনাব, প্রণব চৌধুরী জানান, বুধবার রাত ১১টার কিছু সময় আগে ওই ব্যক্তি একটি সাদা ব্যাগ হাতে নিয়ে বাজারের কাছাকাছি এলাকায় এসে অবস্থান করতে থাকে। এ সময় মোবাইল ফোনে ব্যক্তি বন্দুক কিনতে আসবে বলা লোকের সঙ্গে কথা চালাচ্ছিল। একপর্যায়ে পুলিশ রাত ১১টার দিকে মিজ্জিরপাড়া বাজারের দক্ষিণ অংশে জনৈক জালালের স’ মিলের সামনে ওই ব্যাগসহ তাকে গ্রেফতার করে।