রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৪৪

স্বামী এবং স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে গাজীপুরের কালীগঞ্জে একই শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড উত্তরগাঁও এলাকার একটি বাড়িতে।
নিহতরা হলেন, ইমান আলী (৩৬) ও তার স্ত্রী মিনজু আক্তার (১৯)।
কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।