ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালনী রোডস্থ নেত্রকোনা জেলা শহরের অগ্রনী ব্যাংকের মোড় থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ সোমবার সাড়ে ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে। মডেল থানার ওসি জনাব, খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের অগ্রনী ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মডেল থানার এস.আই গৌতম চন্দ্র বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে আদালতে প্রেরন করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”