ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে রাজধানীর যাত্রাবাড়ীতে তৃতীয় লিঙ্গের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ ঘোষ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।