ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ পুলিশ থিয়েটারের কালজয়ী নাটক ‘অভিশপ্ত আগস্ট’ দেশব্যাপী সাড়া জাগানো এই নাটকটি ফরিদপুরের নগরকান্দায় ১০৬ তম মঞ্চস্থ হয়েছে। নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও এ উপজেলার কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় ২৪ শে আগষ্ট ও ২৫ শে আগস্ট রাতে জেলা পরিষদ হলরুমে নাটকটি মঞ্চায়ন হয়। ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব, হাবিবুর রহমানের পরিকল্পনা ও পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায়, নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা এই নাটকে তুলে ধরা হয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”