ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি কর্মচারীদের ফৌজদারি মামলায় গ্রেপ্তারে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে তা বাতিল করেছেন হাইকোর্ট।
বিচারপতি জনাব, মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি জনাব, কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। প্রায় তিন বছর আগে কার্য কর হওয়া সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারা অবৈধ ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, সরকারি চাকরি আইনের এই ধারা ‘সংবিধান পরিপন্থি এবং মৌলিক অধিকারের পরিপন্থি।
ফলে ফৌজদারী অপরাধের অভিযোগে কোনো সরকারি কর্মচারীকে গ্রেপ্তারের আগে এখন আর কারো অনুমতি লাগবে না মনে করেন রিটকারী পক্ষের আইনজীবী।