ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ বছরের শিশুকে জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা।
গত শনিবার (২১ আগস্ট) শিশুটি একটি দোকানে যায়। এ সময় ওই দোকানি ও তার স্ত্রী বাড়িতে ছিল না। এই সুযোগে শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতর নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। বিষয়টি তার মাকে জানালে শিশুটিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ২ কিশোর পলাতক ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি তারা স্বীকার করে বলেও জানান ওসি।