ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্মানাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ঢাকার কেরানীগঞ্জে মো. আবু সাঈদ (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪আগস্ট) সকাল সাড়ে দশটায় কেরানীগঞ্জের শুভাঢ্যা হাবিব নগর এলাকার একটি নির্মানাধীন বাড়ির পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরদর্শক (এস.আই) মিলন ফকির জানান, খবর পেয়ে সেখানে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।