ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, তাণ্ডবে দেড় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।
সোমবার (২২ আগস্ট) রাত ৯টায় মাসদাইর বেকারীর মোড় থেকে গুদারাঘাট পর্যন্ত এ তাণ্ডব চালায় তারা। এসময় দুই গ্রুপের শতাধিক কিশোর গ্যাং সদস্য হামলা ভাঙচুরে অংশ নেয়।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের ধরতে অভিযান পরিচালনা শুরু করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। অনেককে শনাক্ত করা হয়েছে। বাকি হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে, প্রত্যেককে খুঁজে বের করা হবে।