ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাগলা কোস্ট গার্ড ও কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জে ৪ হাজার ৩০০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত চিংড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।
২১ আগস্ট দিবাগত রাতে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কের ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লে. রুহান মনজুর নেতৃত্বে কেরানীগঞ্জে উপজেলা মৎস্য অফিস ধলেশ্বরী ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই চিংড়ি জব্দ করা হয়।