ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. রুহুল আমিন রুবেল (৩০) নামে পটু্য়াখালীর দশমিনায় এক ব্যবসায়ী পুলিশ পরিচয় দিয়ে জনতার হাতে আটক হয়েছেন।
তিনি পুলিশ কনস্টেবল ফাতিমার স্বামী। ওই পুলিশ কনস্টেবলের স্বামী মো. রুহুল আমিন রুবেলের নামে প্রতারণাসহ ৪টির বেশি মামলা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পটু্য়াখালী সদর থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে তাকে দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ওসি জনাব, মো. মেহেদী হাসান বলেন, রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে দশমিনায় হস্তান্তর করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।