রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩২

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পানছড়ির আসামি আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেলায়েত হোসেন (৫২) নামের এক আসামিকে আটক করেছে খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকা হতে তাকে আটক করা হয়। আটক বেলায়েত ফেনী সদর থানাধীন নৈরাজপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
জানা যায়, বেলায়েত হোসেনের নামে ২০০৬ সালের ২৭ মে পানছড়ি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইন এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সাজা প্রদান করে।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে বেলায়েত গা ঢাকা দিলেও পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব, মো. আনচারুল করিমের দিক নির্দেশনায় থানার চৌকস অফিসার এসআই অনিক, এএসআই কামরুল ও এএসআই মঞ্জুর ছাগলনাইয়া থানায় সফল একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে শুক্রবার (১৯ আগস্ট) কোর্টে প্রেরণ করা হয়েছে।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”