রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:২০

মরদেহ উদ্ধার একজন নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মকিলা গ্রামের সোনাইমুড়ী টু ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা নামক এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, হারুন অর রশিদ জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত কোনো এক গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।