ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁস দিয়ে বিয়ের ৬ দিনের মাথায় আত্মহত্যা করলেন নববধু রুনা বেগম, আর এই ঘটনা মৌলভী বাজারের কমলগঞ্জে। মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে রুনা বেগমের বিয়ে হয়েছিল একই ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিন মজুর শরিফ মিয়ার সঙ্গে। বুধবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশটি তার পরিজনদের কাছে হস্তান্তর করেছেন। ঘটনায় কমলগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।