ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন, আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেন। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা। স্বর্ণসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে বলে তিনি জানান।