রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:৩৯

ধর্ষণ মামলায় যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক কলেজ ছাত্রীকে অপহরণ করে টাঙ্গাইলের সখিপুরে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় দেন। পাশাপাশি দণ্ডিত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম বাদল মিয়া (৪৫)। সে সখীপুর উপজেলার রতনপুর গ্রামের ছেলে।