ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, আর এই ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে। দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়ে সে অন্তঃসত্ত্বা হয় বলে পুলিশ জানিয়েছে। শিশু ছাত্রীর বাবা মঙ্গলবার থানায় অভিযোগ দিলে পুলিশ রাতে সবুজ মিয়াকে (২৪) শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে। সে ঘাটাইল উপজেলার গর্জনা গ্রামের শামছুল হকের ছেলে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যালিকা স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ বুধবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এছাড়া সবুজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।