ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গলায় ফাঁসি দিয়ে রাজধানীর মতিঝিলে ঐশী ভৌমিক (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে এজিবি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।