রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৫

ইজিবাইক ছিনতাইকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কারো সঙ্গে কোনো আত্মীয়ের সর্ম্পকও নেই কিন্তু পরিচয় দেন স্বামী-স্ত্রী। এই পরিচয়ে অটোরিকশা ভাড়া নেন তারা। এর পর কৌশলে অটোরিকশা ছিনতাই করাই তাদের পেশা।
আজ বৃহস্পতিবার সকালে একটি ইজিবাইক ছিনতাইকালে তাদেরকে আটক করে স্থানীয়রা এবং এই ঘটনা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল বালিকা বিদ্যালয়ের মার্কেটের সামনের সড়কে। এ সময় তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী দুইজন নিজেদের পরিচয় দেয়ার সময় নারী নিজেকে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ এলাকার আল-আমীনের স্ত্রী শিরিন আক্তার আঁখি বলে পরিচয় দেন। অন্যদিকে পুরুষ নিজের নাম নাঈম ইসলাম বলে জানান।
নান্দাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মিজানুর রহমান আকন্দ জানান, দীর্ঘ দিন ধরে তারা এভাবেই কৌশলে চালককে ফাঁদে ফেলে ইজিবাইক ছিনতাই করে আসছিল। এদের একটি বড় চক্রও রয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চক্রটির সন্ধানের চেষ্টা করা হবে।