ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২৩) নাটোরের লালপুরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাজদার রহমান (৬৫) নামের এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ আগস্ট) রাতে প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে লালপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলাম বলেন, মেয়ের মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আমরা সেই মামলার আসামিকে গ্রেপ্তার করেছি।