ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে বরিশাল মেট্রো পলিটন পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ ৭ আগষ্ট রবিবার সকাল ৮ টায় মাস্টার প্যারেড পরিদর্শন ও সালামী গ্রহণ করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
প্যারেড পরিদর্শন শেষে অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা শৃঙ্খল বাহিনী। পোশাক আমাদের অহংকার। তাই ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সহিত উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কাজ পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”