ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণে নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারমারী এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জনাব, এ এস এম জাকারিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কেজিএফ-টু শাড়ি ২১৬টি, মিক্স মাসালা শাড়ি ৫৩টি ও ২৮৫ টি লেহেঙ্গা। যার সিজার মূল্য ২৯ লাখ ২৬ হাজার টাকা।
পরে জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোণা জেলা কাষ্টমস অফিসে জমা করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”