ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পার্শ্ববর্তী দেশে নারী পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী দলের ছয়জন সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাচারের সময় পালিয়ে আসা ৩ নারীকে উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল জনাব, তানভীর মাহমুদ পাশা।
এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু হয়েছে ও আসামিগণকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাব ১১ অধিনায়ক।