ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাশিদা আক্তার ডলি (৪০) নামের এক গৃহবধূ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডলি বরিশালের বানারিপাড়া উপজেলার মো. মিজানুর রহমানের স্ত্রী। মাতুয়াইলের একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।