মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:৩৫

অভিযানে দেড় লাখ টাকা জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কারখানার গোপন কক্ষে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সংশ্লিষ্টদের চোখ ছানাবড়া। দেখা যায়, ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি হয়।
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন এ আইসক্রিম কারখানার মালিক নরসিংদী রায়পুরার নবী হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে দেওয়া হয় আইসক্রিম তৈরির বিভিন্ন সামগ্রী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, প্রশান্ত চক্রবর্তী অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, বরফ কারখানাটির ভেতরে গিয়ে সন্দেহজনকভাবে ড্রাম খুলে দেখা যায় এতে রং ভর্তি এবং এ সব রং একেবারে সাধারণ মানের এবং খাদ্য হিসেবে খুবই ক্ষতিকর। এ সময় উদ্ধার করা আইসক্রিম ও উপকরণ নষ্ট করে ফেলা হয়। জব্দও করা হয় কিছু উপকরণ।