শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:৩০

অজ্ঞাত তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাত তরুণীর অর্ধগ‌লিত ভাসমান লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ, আর এই ঘটনা ব‌রিশা‌লের কীর্তন‌খোলা নদীতে। আজ শুক্রবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে লাশ‌টি উদ্ধার ক‌রে ব‌রিশাল শের-ই-বাংল‌া মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।
ব‌রিশাল সদর নৌ-থানা পু‌লি‌শের ওসি জনাব, হাসনাত জামান ব‌লেন, ব‌রিশাল নগরীর পলাশপু‌রের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তণ‌খোলা নদীর তী‌রে আনুমা‌নিক ২৫ বছর বয়সী এক নারীর ভাসমান লাশ স্থানীয়রা দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেন। ঘটনাস্থ‌লে এসে থ্রি-পিস প‌রি‌হিত ওই তরুণীর লাশ‌ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।
ওসি আরো জানান, মরদেহে কো‌নো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি, ত‌বে লাশ‌টি অর্ধগ‌লিত ছি‌লো। এছাড়া লা‌শের প‌রিচয় জানার চেষ্টা চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পু‌লি‌শের এই কর্মকর্তা।