ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খন্দকার আশিকুর রহমান (২৫) নামে রাজধানীতে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলির এক বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে।
এসআই আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তার পরিবারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।