ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল কিনে না দেয়ায় চুয়াডাঙ্গায় সাব্বির হোসেন (১৭) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সাব্বির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর তালবাগান এলাকার মৃত রাশেদুল ইসলামের ছেলে। সাব্বির হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলো।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মাহাব্বুর রহমান বলেন, মোটরসাইকেল কিনে না দেয়ায় সাব্বির হোসেন বিষপান করে মারা যায়। তার লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।