সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

ভূমিহীন মুক্ত ঘোষনা নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়। এ সময় ভূমিহীন-গৃহহীন জেলে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ গৃহ নির্মান করে ঘরের চাবী হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১০টি জেলে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ ঘরের চাবী হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এবং নগরকান্দা উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। এর আগে প্রথম পর্যায়ে ২১৫ টি, ২য় পর্যায়ে ১১০টি, ৩য় পর্যায়ে ১০০টি এবং বৃহস্পতিবার জেলে পরিবারের মাঝে ১০টি ঘরের চাবী হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হলো।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) জনাব, হেলাল মাহমুদ শরীফ, ফরিদপুরের জেলা প্রশাসক জনাব, অতুল সরকার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সুমন রঞ্জন সরকার, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ প্রমুখ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”