শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০০

একজন চিকিৎসকের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবুল হোসেন চৌধুরী (৬৯) নামের রাজধানীর সেগুনবাগিচায় অবসরপ্রাপ্ত এক ভেটেরিনারি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ জানান, ফ্ল্যাট মালিক সমিতি থেকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ওই বাসায় পুলিশ যায় এবং মেঝেতে পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাসার দরজা লাগানো থাকলেও তালাবদ্ধ ছিল না এবং মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বাসায় তিনি একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।