ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে বেনাপোল চেকপোস্টে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টধারী এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে জেরিন সুলতানা (৩৫) নামের ওই নারীকে আটক করেন।