বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৫৩

পলাতক আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শাহাবুদ্দিন (৩২) নামের কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে গেলে তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর রামদার কোপে মোহাম্মদ রাসেল (১৮) নামের এক পথচারী আহত হন।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাপলাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করে রামদাসহ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। শাহাবুদ্দিন শাপলাপুর ইউনিয়নের ধৈল্যাছড়ি নয়াপাড়ার বশির আহমদের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, প্রণব চৌধুরী বলেন, শাহাবুদ্দিন তিনটি বন মামলায় সাজাপ্রাপ্তসহ চারটি মামলার পলাতক আসামি। একেকটি বন মামলায় ছয় মাসের সাজা হয়েছে তাঁর। পথচারীকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত পথচারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।