ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ ঢাকার সাভারে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ি ইনচার্জ এস আই শাহ আলম। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দার একটি নির্জন স্থান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে এস আই শাহ্ আলম বলেন, কাশফুলের বাগানে নির্জন স্থানে মরদেহটি পাওয়া যায়। মরদেহ প্রায় পচে গেছে। চেহারা চেনা প্রায় অসম্ভব। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।