ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
তারা বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করে লোকজনকে বলে, বাড়ি যাব, টাকা নাই, কিছু আর্থিক সহযোগিতা দরকার। এরপর সুযোগ বুঝে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর সব কিছু তারা লুট করে। গ্রেপ্তার চারজন হলো- পারভেজ (৩০), জুয়েল (৩৫), সোহাগ হাসান (৩০) ও অপু (২৫)।