ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোরবানির পশু কেনাকাটা, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাড়ছে নগদ অর্থের লেনদেন ও স্থানান্তর, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। ঈদকেন্দ্রিক চুরি, ছিনতাইসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পায়। এ অবস্থায় বড় অঙ্কের অর্থ উত্তোলন বা বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এসকর্ট সেবা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৭ জুলাই) এক বার্তায় ডিএমপি জানায়, একটু অসতর্কতার জন্য কষ্টে উপার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। সিসি ক্যামেরা আছে এমন ব্যাংকের সঙ্গে লেনদেন, ট্রাফিক সিগন্যাল বা জ্যামে অতিরিক্ত সতর্কতাসহ অর্থ বহন ও উত্তোলনে সবাইকে সতর্ক থাকতে হবে।
মানি এসকর্ট সেবা সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ এসকর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা করবে। এ জন্য কন্ট্রোল রুমের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হচ্ছে।
কন্ট্রোল রুমের নম্বর হলো : ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ৫৫১০২৬৬৬, ০১৩২০০৩৭৮৪৫। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও সহায়তা পাওয়া যাবে।