বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৫

গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অমতে বিয়ে ও বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুই দিন পরে বরগুনার আমতলীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন কামাল হাওলাদার (২৫) নামের এক যুবক। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।
বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ কে এম মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে, বর কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।