ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা ডিবির একটি চৌকস টিম সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার রামপুর বাজারস্থ শিমুলতলা নামক স্থানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এসআই নাফিজুল ইসলাম, এসআই সঞ্জয় সরকার, এএসআই হরিপদ পাল সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ৯টার দিকে শিমুলতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল মালেক ওরফে ধনাই (৫২) ও মো. বিল্লাল মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জেলা ডিবির এসআই নাফিজুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”