মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৪৪

পিস্তলসহ একজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্রধারী বায়েজিদ আহম্মেদ টরিকে (১৯) পিস্তল ও গুলিসহ সিরাজগঞ্জে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার শিয়ালকোল বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে শহরের একডালা মধ্যপাড়ার আজিম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশের এস আই খোকন চন্দ্র সরকার জানান, গ্রেপ্তার বায়েজিদ মাদকের (ড্যান্ডি) নেশায় আসক্ত। অস্ত্র হাতে সে শহরের জেলখানা ঘাট ও হার্ডপয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে ত্রাস করে বেড়াতো। কিন্তু অপরাধ করেই সে গাঢাকা দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলত। তার বিরুদ্ধে দাঙ্গা-হামলা ও মারধরের ৫টি মামলা রয়েছে। চার দিন আগেও সে সুইচ গেট এলাকার পলাশ নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত পলাশ হাসপাতালে ভর্তি আছে। তার স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। বায়েজিদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের ঘটনায় রাতেই সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।