রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:৫৫

বিপুল পরিমাণে ভারতীয় এলাচ জব্দ বিজিবি’র অভিযানে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা এলাকায় ৪ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় এলাচ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জনাব, এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় জেলার কলমাকান্দা উপজেলাধীন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
অধিনায়ক লেঃ কর্ণেল জনাব, এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০৩ কেজি এলাচ জব্দ করে বিজিবি। এর সর্বমোট সিজার মূল্য-৪,১২,০০০/- (চার লক্ষ বার হাজার) টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে বলে জানায় ৩১ বিজিবি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”