ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী (১৪) চাঁদপুরের ফরিদগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রাম থেকে সোহেল বেপারী (২৫) নামে এই যুবককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
অভিযুক্ত সোহেল বেপারী ওই গ্রামের আব্দুস সাত্তার বেপারীর ছেলে। ঘটনার শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা সোহেলের বিরুদ্ধের থানায় ধর্ষণের অভিযোগ করেন। এর পরই ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করেন।