ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯টি মাদক মামলার পলাতক আসামি জাকির হোসেনকে (৩৮) হাজীগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার নামে মাদক আইনে আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, বাকিলা বাজারের ফকির বাজার সড়ক থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শতাধিক পিস ইয়াবাসহ খলাপাড়া গ্রামের চিডা মিস্ত্রির ছেলে কবিরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে জাকিরকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার এলাকা থেকে কৌশলে গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, জোবাইর সৈয়দ জানান, জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।