শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৭

সাংবাদিকদের মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মানববন্ধন করেছে বরগুনার সাংবাদিকরা, গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতারের দাবীতে।
শনিবার বেলা ১১টার সময় বরগুনা গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব,র সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক, আরজেএফ এর বরগুনার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সন্ত্রাসী বাহীনি কর্তৃক গ্লোবাল টেলিভিশন ভবনে প্রকাশ্যে এ জঘন্য সাংবাদিক হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।