শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬

গাঁজাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসে তল্লাশি চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের খাজুরিয়া এলাকায় ১১ কেজি গাঁজাসহ সালমা বেগম (২৩) ও রাসেল সর্দার (৩৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করেছেন। তাদের চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সালমা বেগম চাঁদপুর সদর এলাকার বিল্লার বেপারি স্ত্রী ও একই উপজেলা মধ্য শ্ররামদী গ্রামের আজাহার সর্দারের ছেলে রাসেল সর্দার।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি জনাব, মো. মহিউদ্দিন।