শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০০

এক যুবকের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলায় মাজেদুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় হাবিবুল্লাহ নামে অপর একজন আহত হয়েছেন।
রবিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাগবাড়ি মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের ফজলুল হকের ছেলে আহত হাবিবুল্লাহ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের ফরিদ মীরের ছেলে।
সালথা থানার ওসি জনাব, মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।