ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাবিয়া আক্তার (২২) নামের দিনাজপুরের হিলিতে গুচ্ছগ্রাম নামক এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পালিবটতলী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জনাব, খায়রুল বাসার শামীম। ওসি বলেন, গলায় ফাঁস দেওয়া এক নারীর লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় হাকিমপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।