সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৫৫

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে আলোচনা সভা হয়েছে নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জনাব, আল ফয়সালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল। অন্যানোর মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, খলিলুর রহমান বীরপ্রতিক, রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা উসমান গনি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক কামাল হোসাইন প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”