বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

মরদেহ উদ্ধার হয়েছে এক নারীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পাটক্ষেত থেকে নূপুর সাহা (২৫) নামের এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বুধবার বিকেলে উপজেলার সদরে চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাটক্ষেতের মধ্যে থেকে ওই নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার কর হয়।
নূপুর সাহা ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী। নূপুর সাহার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও জেলা সদর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।